'পোচার' - আলিয়া ভট্টের প্রযোজনা সংস্থা আনছে এটি। ২৩ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি যা হাতির দাঁতের চোরাকারবারি নিয়ে তৈরি।



'আখরি সচ' - ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। বুরারি মৃত্যু মামলা নিয়ে তৈরি। গণ আত্মহত্যায় ১১ জনের মৃত্যু নিয়ে তৈরি।



'দিল্লি ক্রাইম' - দিল্লির নির্ভয়া ধর্ষণ মামলার ওপর ভিত্তি করে তৈরি। নেটফ্লিক্সে রয়েছে এই সিরিজ।



'জামতারা' - নেটফ্লিক্সের এই সিরিজ ফিশিং কল ও প্রতারণা চক্রের সত্য ঘটনা অবলম্বনে তৈরি।



'স্ক্যাম ১৯৯২' - সোনি লিভের অত্যন্ত জনপ্রিয় সিরিজ। স্টক মার্কেটে হর্শদ মেহতার উত্থান ও পতন সম্পর্কিত এই সিরিজ।



'স্কুপ' - নেটফ্লিক্সের সিরিজ। জিনা ভোরা মামলা নিয়ে তৈরি। সাংবাদিকের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হয় তাঁকে।



'রংবাজ' - জি ফাইভের সিরিজ মহম্মদ শাহাবুদ্দিনের বিহারের গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি।



'রকেট বয়েজ' - সোনি লিভের সিরিজ। হোমি জাহাঙ্গির ভাবা ও বিক্রম অম্বালাল সারাভাইয়ের গল্প বলে এটি।



'দ্য স্টোনম্যান মার্ডার্স' - অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ফুটপাথের মানুষের সিরিয়াল কিলিং নিয়ে তৈরি।



'কারি অ্যান্ড সায়নাইড' - জলি জোসেফ মামলার ওপর তৈরি এই ক্রাইম তথ্যচিত্র এক মহিলার বিরুদ্ধে পরিবারের ৬ সদস্যকে বিষ খাওয়ানোর অভিযোগ অবলম্বনে তৈরি।