শ্যুটিং ফ্লোরে তিনি নাকি খুব গম্ভীর, কড়া। রেগেও জান ভুল-ত্রুটি হলে।



তবে ছোটবেলায় কেমন ছিলেন সৌরভ চক্রবর্তী? সদ্য এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকালে খোলসা করলেন সেই কথাই।



ছোটবেলায় নাকি ভীষণ দুরন্ত ছিলেন সৌরভ, স্কুলে তাঁকে সামলানো মুশকিল ছিল।



একই স্কুলে পড়তেন তাঁর দিদিও। হামেশাই দিদির কাছে দিয়ে আসা হত ভাইকে। সামলানোর জন্য।



স্কুলে গিয়ে একবার নাকি সৌরভ প্রবল কান্নাকাটি শুরু করেন, বায়না, রসগোল্লা খাবেন তখনই।



সেই রসগোল্লা এনে দেওয়া হলে তার বায়না, রসগোল্লা নয়.. কালোজাম খাবেন সৌরভ।



একবার স্কুলে কান্নাকাটি করে বমি করেছিলেন সৌরভ। রাগে মা শেষমেষ ক্যালেন্ডার জড়িয়ে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনেন মা।



সময় বদলেছে, ছোটবেলার সেই দস্যি ছেলে এখন টলিউডের অভিনেতা পরিচালক। তাঁর কাজে মুগ্ধ অনেকেই।



সদ্য মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি



সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন দেবশ্রী রায়।