পর্দায় তাঁরা তারকা, কিন্তু জানেন কি, স্কুল জীবনে এই বলি সেলেবরা একসঙ্গে ক্লাস করতেন! তালিকায় কে কে?
বলিউডে এমন অনেকে তারকা রয়েছেন, যাঁদের বন্ধুত্ব পেশার খাতিরে নয়, একেবারে স্কুল জীবন থেকে!
জানেন, কি, দুই বলি নায়িকা অনন্যা পান্ডে এবং সারা আলি খান একসঙ্গে ধীরুভাই অম্বানি স্কুলে পড়াশোনা করেছেন।
টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপূর আমেরিকান স্কুল অফ বোম্বেতে একসঙ্গে পড়াশোনা করেছেন।
টাইগার শ্রফ এ কথাও জানিয়েছেন যে তিনি ও তাঁর সহপাঠীদের শ্রদ্ধা কপূরের ওপর তীব্র আকর্ষণ ছিল।
সলমন খান ও আমির খান দ্বিতীয় শ্রেণীতে একসঙ্গে পড়াশোনা করেছেন
ঋত্বিক রোশন এবং জন আব্রাহাম একসঙ্গে বম্বে স্কটিশ স্কুলে পড়েছিলেন।
কর্ণ জোহর এবং টুইঙ্কেল খন্না 'নিউ এরা' হাইস্কুলে একসঙ্গে, একই ক্লাসে পড়াশোনা করতেন।
কর্ণ স্বীকার করেছেন, সেই সময়ে টুইঙ্কল খন্নাকে তাঁর ভাল লাগত
সোনাক্ষী সিনহা এবং অর্জুন কাপূর আর্য বিদ্যা মন্দিরে একসঙ্গে পড়াশোনা করেছেন।
এই কারণেই স্কুল জীবন থেকে সোনাক্ষী ও অর্জুন একে অপরকে ভালভাবে চিনতেন।