দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম ধনী অভিনেত্রী। একাধিক বহুমূল্য জিনিস রয়েছে দীপিকার সংগ্রহে।

Published by: ABP Ananda

সম্প্রতি সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি থেকে বেরিয়ে যাওয়ার পরে নতুন করে শিরোনামে উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন

Image Source: Instagram/deepikapadukone

দীপিকা সন্দীপ রেড্ডি বঙ্গার 'স্পিরিট' ছবিটি ছেড়ে দেওয়ার পরে তৃপ্তি দিমরি তাঁর জায়গায় অভিনয় করছেন।

Image Source: Instagram/deepikapadukone

বিভিন্ন সূত্র মারফত জানা যায়, দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি!

Image Source: Instagram/deepikapadukone

দীপিকা মুম্বইয়ের ওরলির বিউমন্ড টাওয়ারে সমুদ্রমুখী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। ২৬ তলার এই ফ্ল্যাটটি ২০১৬ সালে ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিলেন দীপিকা। ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ৩টি পার্কিং স্পটও।

Image Source: Instagram/deepikapadukone

দীপিকা ও রণবীর সিংহ মিলে বান্দ্রায় বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন। একটি বহুতলের ১৬ থেকে ১৯ তলা অবধি দীপিকারা কিনে নিয়েছেন। ১১,২৬৬ বর্গফুট কার্পেট এরিয়া ও সঙ্গে রয়েছে ১,৩০০ বর্গফুটের ছাদ। তারা ১১৯ কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ ৭.১৩ কোটি টাকা দিয়েছেন

Image Source: Instagram/deepikapadukone

দীপিকার ২ কোটি টাকার একটি নিজের সুবিধামতো ডিজাইন করা ভ্যানিটি ভ্যান রয়েছে। এটির মধ্যে একটি মিটিং রুম, স্টাফ এলাকা এবং একটি ব্যক্তিগত এলাকা রয়েছে। বিশ্রাম নেওয়া ও কাজ করার জন্য এটি তৈরি হয়েছে।

Image Source: Instagram/deepikapadukone

দীপিকা ও রণবীর মিলে আলিবাগের মাপগাঁওয়ে বিলিয়নেয়ার্স স্ট্রিটে একটি বাংলো কিনেছিলেন। ১৮ হাজার বর্গফুটের ২.২৫ একর জমির ওপর তৈরি এই বাংলোর দাম ২২ কোটি টাকা

Image Source: Instagram/deepikapadukone

দীপিকা ২.৮০ কোটি টাকার একটি মার্সিডিজ-মেব্যাক GLS600 এর মালিক। এই বিলাসবহুল SUV টি ৪.০-লিটার V8 ইঞ্জিনের সাহায্য চলে এবং একইসঙ্গে বিলাসবহুল ও আরামদায়ক।

Image Source: Instagram/deepikapadukone

গাড়ি এবং বাড়ির বাইরে দীপিকা রিয়েল এস্টেটে প্রচুর বিনিয়োগ করেছেন।

Image Source: Instagram/deepikapadukone