সদ্য মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত সিজন ৪' আর তার পর থেকেই নতুন করে চর্চায় নায়ক 'অভিষেক ত্রিপাঠি' অর্থাৎ জিতেন্দ্র কুমার।



জিতেন্দ্র কুমার ওরফে 'জিতু ভাইয়া' সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। পরে যোগ দেন অভিনয়ে।



চাকরি ছেড়ে অভিনয়ে এলেন জিতেন্দ্র, কিন্তু এখন তিনি কত টাকার মালিক?



জানা যাচ্ছে, জিতেন্দ্রর মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি টাকা!



আরও জানা যাচ্ছে, 'পঞ্চায়েত সিজন ৪'-এর ৮টি এপিসোডের জন্য জিতু পেয়েছেন ৫ লক্ষ ৬০ হাজার টাকা



অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন ব্র্যান্ডিং থেকেও যথেষ্ট রোজগার করেন জিতেন্দ্র কুমার।



'কোটা ফ্যাক্টারি', 'পঞ্চায়েত'-এর মতো জনপ্রিয় সিরিজ ছাড়াও তিনি সিনেমাতেও অভিনয় করেছেন।



জিতেন্দ্র 'শুভ মঙ্গলম জায়দা সাবধান'-এ অভিনয় করেছেন। পেয়েছেন যথেষ্ট প্রশংসাও।



আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি নিয়েছেন 'সচিবজী' জিতেন্দ্র।



জিতেন্দ্রর বাড়ি থেকে প্রথমে অভিনয়ে আসা নিয়ে আপত্তি করেছিলেন, কিন্তু শোনেননি জিতেন্দ্র।