কুষ্ঠি দেখে বিদ্যা বালানকে বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে! অতীত অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী

Published by: ABP Ananda
Image Source: @balanvidya

সম্প্রতি বিদ্যা বালান জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে পা রেখেই তিনি সব অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন।

Image Source: @balanvidya

একটা সময়ে টানা বিদ্যা বালান একের পর এক কাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন।

Image Source: @balanvidya

বিদ্যা বালন জানিয়েছিলেন, বিভিন্ন হরমোনাল পরিবর্তনের কারণে তাঁর পক্ষে ওজন কমানো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল

Image Source: @balanvidya

বিদ্যা বালন জানিয়েছেন, তিনি রোজ রাতে কান্নাকাটি করতেন এবং মনে করতেন, এবার বোধহয় তিনি হার মেনে নেবেন।

Image Source: @balanvidya

কিন্তু বিদ্যা জানিয়েছেন, প্রত্যেকদিন সকালে তিনি নতুন উদ্যম নিয়ে দিন শুরু করতেন আর ভাল কিছুর আশা করতেন।

Image Source: @balanvidya

বিদ‍্যা জানিয়েছেন মোহনলালের সঙ্গে করা সিনেমা বন্ধ হয়ে যাওয়ার পর একটি মালয়ালাম সিনেমা ছিল, সেটিও বন্ধ হয়ে গিয়েছিল।

বিদ্যা জানিয়েছেন, মোহনলালের সঙ্গে একটি মালয়ালি ছবি করার কথা ছিল তাঁর, কিন্তু তা বাতিল হয়ে যায়।

Image Source: @balanvidya

সেই সময়ে, লোকে নাকি বলতেন, বিদ্যাকে নিয়ে ছবি সাফল্য পাবে না। একে বিদ্যার মন ভেঙে যেত।

Image Source: @balanvidya

বিদ্যা জানিয়েছেন যে একবার তিনি তামিল ফিল্মের শুটিং করছিলেন, তখন সেই ফিল্মের প্রযোজক তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন।

বিদ্যা জানিয়েছেন, একটি তামিল সিনেমার শ্যুটিং ঠিক হয়ে যাওয়ার পরেও, এক প্রযোজক তাঁকে বাদ দিয়েছিলেন।

Image Source: @balanvidya

বিদ্যা জানতে পারেন, তাঁর কুষ্ঠিতে নাকি লেখা ছিল তিনি দুর্ভাগ্যের প্রতীক। সেই কারণেই ছবি থেকে বাদ পড়েন তিনি।

Image Source: @balanvidya