কুষ্ঠি দেখে বিদ্যা বালানকে বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে! অতীত অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী
সম্প্রতি বিদ্যা বালান জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে পা রেখেই তিনি সব অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন।
একটা সময়ে টানা বিদ্যা বালান একের পর এক কাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
বিদ্যা বালন জানিয়েছিলেন, বিভিন্ন হরমোনাল পরিবর্তনের কারণে তাঁর পক্ষে ওজন কমানো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল
বিদ্যা বালন জানিয়েছেন, তিনি রোজ রাতে কান্নাকাটি করতেন এবং মনে করতেন, এবার বোধহয় তিনি হার মেনে নেবেন।
কিন্তু বিদ্যা জানিয়েছেন, প্রত্যেকদিন সকালে তিনি নতুন উদ্যম নিয়ে দিন শুরু করতেন আর ভাল কিছুর আশা করতেন।
বিদ্যা জানিয়েছেন, মোহনলালের সঙ্গে একটি মালয়ালি ছবি করার কথা ছিল তাঁর, কিন্তু তা বাতিল হয়ে যায়।
সেই সময়ে, লোকে নাকি বলতেন, বিদ্যাকে নিয়ে ছবি সাফল্য পাবে না। একে বিদ্যার মন ভেঙে যেত।
বিদ্যা জানিয়েছেন, একটি তামিল সিনেমার শ্যুটিং ঠিক হয়ে যাওয়ার পরেও, এক প্রযোজক তাঁকে বাদ দিয়েছিলেন।
বিদ্যা জানতে পারেন, তাঁর কুষ্ঠিতে নাকি লেখা ছিল তিনি দুর্ভাগ্যের প্রতীক। সেই কারণেই ছবি থেকে বাদ পড়েন তিনি।