সম্প্রতি শেষ হল 'ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪'। বলিউড তারকারা মাতালেন ব়্যাম্প। আদ্যন্ত কালো ভেলভেট অফ-শোল্ডার মার্মেড গাউনে নজর কাড়লেন তাপসী পন্নু। নববিবাহিতা রকুলপ্রীত সিংহ নজর কাড়লেন ড্যাজলিং কালো ও সাদা আউটফিটে। নেহা ধুপিয়া তৃতীয় দিনে পরেছিলেন ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার পোশাক। সারা আলি খান নজর কাড়লেন তাঁর ঝলমলে সিক্যুইন ডিজাইনার এথনিক লেহঙ্গায়। সবুজ ও হলুদের মিশেলে ডিজাইনার লেহঙ্গা পরলেন মালাইকা অরোরা। ডিয়ানা পেন্টিকে দেখা গেল সিক্যুইনের কাজ করা লেহঙ্গায়। জাহ্নবী কপূরকে দেখা গেল মেরুন রঙের মার্মেড লেহঙ্গায়। শান্তনু ও নিখিলের শোস্টপার তৃপ্তি দিমরি পরলেন কালো ও ধূসরের মিশ্রণে পোশাক। মাধুরী দীক্ষিতকে ব়্যাম্পে হাঁটতে দেখা গেল ফ্লোরাল প্যান্টস্যুটে পরে।