প্রথমবার পর্দায় 'আইটেম নম্বর'-এ নাচ করতে দেখা যাবে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। বাপ্পার পরিচালিত 'নেগেটিভ' ছবিতে একজন বারবণিতার ভূমিকায় দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। দীর্ঘদিন ধরেই নাচ শিখেছেন শ্রীলেখা। কোনও অনুষ্ঠানের মঞ্চে নাচ করতে দেখা যায়নি তাঁকে। পর্দায় আইটেম নম্বরের অফার পেয়ে প্রথমে অবাকই হয়েছিলেন শ্রীলেখা। পরে রাজি হয়ে যান। গানটা বেশ মনে ধরে শ্রীলেখার। তারপরেই তিনি রাজি হয়ে যান পরিচালকের প্রস্তাবে। এই আইটেম নম্বরটি শ্রীলেখার নিজের কাছে নিজেরই চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন তিনি। শ্যুটিংয়ের সময় নাকি একবারও গিয়ে মনিটর দেখেননি শ্রীলেখায়। কেবল শ্যুটিং করে গিয়েছেন। কোরিওগ্রাফার আর পরিচালককে এই শ্যুটিংয়ের ক্রেডিট দিতে চান শ্রীলেখা মিত্র। এর আগে, কমার্শিয়াল ছবির পর্দায় নাচ করতে দেখা গিয়েছেন শ্রীলেখাকে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য অল্প কিছু নাচের ভিডিও শেয়ার করে নেন শ্রীলেখা