পোশাক বলতে প্রচুর জুঁইয়ের মালা, সোশ্যাল মিডিয়ায় নতুন ফটোশ্যুটের ছবি দিলেন সোহিনী সরকার (সৌ: সোহিনীর ফেসবুক)


সোহিনীর নতুন ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কিন্তু প্রশংসার পাশাপাশি ধেয়ে এল কটাক্ষও (সৌ: সোহিনীর ফেসবুক)



জুঁই ফুলের মালা দিয়ে শরীর ঢাকার জন্য, উরফিকে তুলনা করা হল উরফি জাভেদের সঙ্গে! (সৌ: সোহিনীর ফেসবুক)



বিভিন্ন জিনিস দিয়ে পোশাক তৈরির জন্য বেশ বিখ্যাত সোশ্যাল মিডিয়ায় ইন্ফ্লুয়েন্সার উরফি জাভেদ।



ফুলকে পোশাক হিসেবে ব্যবহার করার জন্য, সোহিনীর সঙ্গে তুলনা টানা হল উরফি জাভেদের (সৌ: সোহিনীর ফেসবুক)



আপাতত সোহিনী ব্যস্ত তাঁর নতুন ছবি 'অথৈ' নিয়ে। সদ্য শেষ হয়েছে শ্যুটিং (সৌ: সোহিনীর ফেসবুক)



'অথৈ'-তে অর্ণর সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে সোহিনী সরকারকে। ছবির পরিচালক অর্ণ (সৌ: সোহিনীর ফেসবুক)



'অথৈ' ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে (সৌ: সোহিনীর ফেসবুক)



অনির্বাণ এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। এর আগে একাধিক কাজ একসঙ্গে করেছেন অনির্বাণ ও সোহিনী। (সৌ: সোহিনীর ফেসবুক)



এছাড়াও একাধিক ছবিতে দেখা যাবে সোহিনীকে (সৌ: সোহিনীর ফেসবুক)