জীবনে ঝড়-ঝাপটা কম যায়নি নায়কের কিন্তু অতীত পিছনে ফেলে, নতুন জীবনে পা রাখলেন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পুলকিত সম্রাট এবং কৃতি খরবন্দা শুক্রবারই সাতপাকে বাঁধা পড়েন তারকা যুগল বিয়ের মুহূর্ত সামনে আনলেন রবিবার, অনুরাগীদের জন্য পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে সারলেন বিয়ে ব্লাশ পিঙ্ক লেহঙ্গায় কৃতি, পেস্তা-সবুজ শেরওয়ানিতে অনবদ্য পুলকিতও গাঢ় নীল আকাশ বা ভূপতিত শিশিরবিন্দু, সবেতেই পুলকিত রয়েছেন, জানালেন কৃতি হাতে হাত রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার নবদম্পতির নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের তারকারা