ফের সোশ্যাল মিডিয়ায় বেফাঁস অভিনেতা ঋত্বিক চক্রবর্তী! এবার নাম না করে আক্রমণ রুক্মিণী মৈত্রকে?



সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেছেন ঋত্বিক আর সেখানেই রয়েছে 'বিনোদিনী'-র উল্লেখ



সামনেই আসছে 'বিনোদিনী' ছবিটি, মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রকে।



আর সেই ছবি মুক্তির আগে, রুক্মিণীর অনুরোধে স্টার থিয়েটারের নাম বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



'স্টার থিয়েটার' বর্তমানে আর থিয়েটার নেই, সেটি এখন একটি সিনেমাহল। বদলে গিয়েছে সেই সিনেমাহলেরই নাম।



আর এবার সিনেমাহলের নাম 'বিনোদিনী থিয়েটার' রাখায় তা নিয়ে কটাক্ষ করেছেন ঋত্বিক।



এর আগে, নাম না করে দেব অনুরাগীদের কটাক্ষ করেছিলেন ঋত্বিক



তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের কমেন্টবক্স অফ করে রেখেছেন ঋত্বিক



অন্যদিকে রুক্মিণী অধীর অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ছবি বিনোদিনী মুক্তির



স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়া নিয়েও আবেগপ্রবণ রুক্মিণী।