ABP Ananda


বৃহস্পতিবার ভোর রাতে সেফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলা হয়েছে অভিনেতার ওপর


ABP Ananda


সেফের পিঠে, পাঁজরে, ঘাড়ে ও হাতে গুরুতর ছুরিকাঘাত লেগেছে, করতে হয়েছে অস্ত্রোপচারও।


ABP Ananda


সেই সময়ে বাড়িতেই ছিল ছোট্ট জেহ ও তৈমুর, দুজনেই ছিল অঘোর ঘুমে।


ABP Ananda


জানা যায়, আততায়ী প্রথমে বাড়িতে ঢুকে জেহর ঘরের দিকেই যেতে গিয়েছিল।


ABP Ananda


সেই সময়ে আততায়ীকে বাধা দেয় পরিচারিকা, শুরু হয় তর্কাতর্কি, আহত হন পরিচারিকাও।


ABP Ananda


আওয়াজ শুনে বেরিয়ে আসেন সেফ ও পরিস্থিতি বুঝে ঝাঁপিয়ে পড়েন আততায়ীর ওপর।


ABP Ananda


আততায়ীর এলপাথাড়ি ছুরিতে গুরুতর আঘাত পান সেফ, কিন্তু একেবারে সুরক্ষিত থাকে ছোট্ট জেহ


ABP Ananda


করিনা সেদিন পার্টি করে ফিরেছিলেন অনেকটা রাত করে, নিজের ঘরে নিদ্রায় মগ্ন ছিলেন তিনি।


ABP Ananda


তবে সেফ ছোট্ট জেহকে বাঁচাতে কিচ্ছু পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েন আততায়ীর ওপর।



আপাতত চিকিৎসা হয়েছে তাঁর, বিপদমুক্ত রয়েছেন সেফ