বৃহস্পতিবার ভোর রাতে সেফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলা হয়েছে অভিনেতার ওপর



সেফের পিঠে, পাঁজরে, ঘাড়ে ও হাতে গুরুতর ছুরিকাঘাত লেগেছে, করতে হয়েছে অস্ত্রোপচারও।



সেই সময়ে বাড়িতেই ছিল ছোট্ট জেহ ও তৈমুর, দুজনেই ছিল অঘোর ঘুমে।



জানা যায়, আততায়ী প্রথমে বাড়িতে ঢুকে জেহর ঘরের দিকেই যেতে গিয়েছিল।



সেই সময়ে আততায়ীকে বাধা দেয় পরিচারিকা, শুরু হয় তর্কাতর্কি, আহত হন পরিচারিকাও।



আওয়াজ শুনে বেরিয়ে আসেন সেফ ও পরিস্থিতি বুঝে ঝাঁপিয়ে পড়েন আততায়ীর ওপর।



আততায়ীর এলপাথাড়ি ছুরিতে গুরুতর আঘাত পান সেফ, কিন্তু একেবারে সুরক্ষিত থাকে ছোট্ট জেহ



করিনা সেদিন পার্টি করে ফিরেছিলেন অনেকটা রাত করে, নিজের ঘরে নিদ্রায় মগ্ন ছিলেন তিনি।



তবে সেফ ছোট্ট জেহকে বাঁচাতে কিচ্ছু পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েন আততায়ীর ওপর।



আপাতত চিকিৎসা হয়েছে তাঁর, বিপদমুক্ত রয়েছেন সেফ