রূপোলি পর্দার সঙ্গে যুক্ত হলেও, নিজের জীবন নিয়ে বেশ কিছু নিয়ম মেনে চলেন কিয়ারা আডবাণী। কিয়ারা সকালে উঠে অন্তত প্রথম ১ ঘণ্টা নিজের ফোন দেখেন না। এটা তাঁর নিজের সময়। ঘুম থেকে উঠে কিয়ারা পছন্দের বই পড়েন, কখনও আবার যোগভ্যাস বা হালকা ওয়ার্কআউট করেন। সকাল আটটার মধ্যে জিমে পৌঁছে যেতে পছন্দ করেন কিয়ারা। সপ্তাহে ৬দিন আর রবিবার ছুটি। ওয়ার্কআউটের পাশাপাশি, সাঁতার কাটতে ভালবাসেন কিয়ারা। রোজ বিকেলে সাঁতার কাটেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটাতে পছন্দ করেন না কিয়ারা। অ্যাকটিভিটি কমিয়েছেন ইনস্টাগ্রামেও। প্রথম ছবি বক্সঅফিসে তেমন সফল না হওয়ায়, হাতে নতুন কাজ আসতে দেরি হয়েছিল কিয়ারার। সেই সময়ে কিয়ারা কোনও সুযোগ ছাড়তেন না। যা যা কাজ আসত, সবই করার চেষ্টা করতেন। কিয়ারার কথায়, 'আমি কখনও ভেঙে পড়িনি। মনে করেছি আমি শিখছি।' এখন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী এই কিয়ারা আডবাণী।