দীর্ঘদিন প্রেম পরিণতি পেয়েছে বিবাহবন্ধনে। বিয়ে করছেন রকুলপ্রীত সিংহ ও জ্যাকি ভাগনানি। দুই মতে বিয়ে হয়েছে রকুলের। তিনি পঞ্জাবি তাই পালন করা হয়েছে অনন্ত কারক রীতিটিও। বিয়ের পরে, শ্বশুড়বাড়িতে গিয়ে 'চৌখা চারদানা' রীতিটিও পালন করেন রকুলপ্রীত। এই রীতি অনুযায়ী, নতুন বিয়ের পরে, নববধূ প্রথম রান্নাঘরে ঢুকে কোনও একটা মিষ্টি খাবার বানাতে হয়। 'চৌখা চারদানা'-তে রকুল বানিয়েছিলেন হালুয়া। সেই ছবিও তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। রকুল-জ্যাকির জন্য অযোধ্যা থেকে এসেছে রামমন্দিরের বিশেষ প্রসাদও। প্রসাদের সঙ্গে রকুল-জ্যাকি পেয়েছেন একটি রামমন্দিরে রেপ্লিকা, একটি রূপোর কয়েন ও বই। গোয়ায় বিয়ে করেছেন রকুলপ্রীত ও জ্যাকি। এরপরে মুম্বইতে আয়োজন হবে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের। বিয়ের দিন বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি