ABP Ananda


সামনেই সরস্বতী পুজো। শাড়ি পরে ঘুরতে বেরনোর পরিকল্পনা রয়েছে? মাথায় রাখবেন কী কী বিষয়?


ABP Ananda


কোন কোন টিপস মানলে শাড়ি পরলেও দেখাবে লম্বা এবং রোগা? এক ঝলকে দেখে নেওয়া যাক।


ABP Ananda


শাড়ি বাছার ক্ষেত্রে বড় বড় ফুলেল প্রিন্টেড শাড়িগুলি বাদই রাখুন। যে কোনও ঘন কাজের শাড়িতে ওজন বেশি দেখায়।


ABP Ananda


চওড়া পাড়ের শাড়ি পরবেন না, বরং বেছে নিন সরু পাড়ের শাড়ি। এতে লম্বা দেখায়।


ABP Ananda


বড় ফুলেল কাজের বদলে বেছে নিতে পারেন স্ট্রাইপ কাজ। একে রোগা দেখায়। তবে স্ট্রাইপ যেন লম্বা হয়।


ABP Ananda


লম্বা রাখুন শাড়ির আঁচল। শাড়ির আঁচল খুব ছোট হলে আপনাকে তন্বী দেখাবে না।


ABP Ananda


মনোক্রোম বা একরঙের শাড়ি বেছে নিতে পারেন, এতে ওজন কম দেখায়


ABP Ananda


খুব খোলামেলা নয়, আবার খুব বেশি ঢাকাও নয়, এমন ব্লাউজ বেছে নিন


ABP Ananda


চুলের স্টাইলও কিন্তু গুরুত্বপূর্ণ। উঁচু করে খোঁপা বা পনিটেল করলে আপনাকে লম্বা দেখাবে।


ABP Ananda


খুব ভারি গয়না না পরে বেছে নিন হালকা গয়না। খুব ভারি গয়নায় ওজন বেশি দেখাতে পারে।