বয়স যেন তাঁর কাছে সংখ্যামাত্র, টলিউডের অন্য়তম স্টাইলিশ অভিনেত্রী করিনা কপূর খান।



কিন্তু পোশাক পরার সময় কী কী মাথায় রাখেন করিনা? জানাচ্ছেন তাঁর স্টাইলিস্ট তানিয়া ঘাবরি



তানিয়া জানাচ্ছেন, পোশাক নির্বাচন ও পরার ক্ষেত্রে করিনা নিজস্ব মত জাহির না করে সম্পূর্ণ ভরসা করেন তাঁর স্টাইলিস্টের ওপর।



তানিয়ার কথায়, করিনার সঙ্গে কাজ করা স্বপ্নের মতোই। এতটাই সহজ ওঁর সঙ্গে কাজ করা।



করিনা বিশ্বাস করেন, তিনি যখন স্টাইলিস্টের কাছে গিয়েছেন, তখন তাঁকে সুন্দর দেখানোর সমস্ত দায়িত্ব স্টাইলিস্টেরই।



কেবল কোনও পোশাকে অসচ্ছন্দ হলে তা বলে দেন করিনা, সেক্ষেত্রে বদলে নেন পোশাক পরার ধরণ



তবে করিনা সমস্ত রকম পোশাকেই দুর্দান্তরকম সাবলীল বলে জানিয়েছেন তানিয়া।



করিনার নিজেকে নিয়ে কোনও হীনমন্যতা নেই, করিনা নিজে বিশ্বাস করেন সমস্ত পোশাকই তাঁকে মানাবে



করিনা বিয়ের পর অনেকটাই বদলে গিয়েছেন বলে জানিয়েছেন তানিয়া।



তবে দুই সন্তান থাকার পরেও যে করিনা এত তন্বী, তা প্রশংসার চোখেই দেখেছেন তানিয়া।