মাত্র ৩১ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় মুখ মহসিন খান। ফ্যাটি লিভার থেকেই এই পরিণতি?
abp live

মাত্র ৩১ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় মুখ মহসিন খান। ফ্যাটি লিভার থেকেই এই পরিণতি?

Published by: ABP Ananda
সম্প্রতি 'পিঙ্কভিলা'কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংঘাতিক তথ্য দিলেন 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়' অভিনেতা।
abp live

সম্প্রতি 'পিঙ্কভিলা'কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংঘাতিক তথ্য দিলেন 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়' অভিনেতা।

Published by: ABP Ananda
নিজের স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাটি লিভার হয়ে গিয়েছিল, গত বছর ছোট হার্ট অ্যাটাক মতো হয় এবং সেটা আমি কাউকে বলিনি।'
abp live

নিজের স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাটি লিভার হয়ে গিয়েছিল, গত বছর ছোট হার্ট অ্যাটাক মতো হয় এবং সেটা আমি কাউকে বলিনি।'

Published by: ABP Ananda
'ধীরে ধীরে বাড়াবাড়ি হয়। কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসা হয় তারপর। ২-৩টে হাসপাতাল বদলাতে হয়।'
abp live

'ধীরে ধীরে বাড়াবাড়ি হয়। কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসা হয় তারপর। ২-৩টে হাসপাতাল বদলাতে হয়।'

Published by: ABP Ananda
abp live

তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেন অভিনেতা। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'কিন্তু এখন সবটা নিয়ন্ত্রণে'।

Published by: ABP Ananda
abp live

কিন্তু অভিনেতারা তো সর্বদা নিয়ন্ত্রিত জীবনযাপন, স্বাস্থ্যের খেয়াল রাখেন। তাতেও ফ্যাটি লিভারের সমস্যা কী করে হল? তাও মাত্র ৩১ বছর বয়সে।

Published by: ABP Ananda
abp live

মহসিন বলছেন, 'জানি না, এটাকে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। মানে মদ্যপান না করেও ফ্যাটি লিভার হতে পারে।'

Published by: ABP Ananda
abp live

'সেটা হয়ে যায় কিছু করে, হয়তো ঘুমের অভ্যাস ঠিক ছিল না বলে। সেটা একটা সমস্যা ছিল বটে।'

Published by: ABP Ananda
abp live

মহসিনের এই অসুস্থতার খবরে হতচকিত তাঁর অনুরাগীরা। যদিও আগের বছরের ঘটনা তবে সকলেই হতবাক এত অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায়।

Published by: ABP Ananda
abp live

মহসিনকে শেষ দেখা গিয়েছিল জিও সিনেমার 'যব মিলা তু' সিরিজে, যেখানে অভিনয় করেছিলেন ইশা সিংহ, প্রতীক সহেজপাল ও আলিশা চোপড়াও।

Published by: ABP Ananda