মাত্র ৩১ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় মুখ মহসিন খান। ফ্যাটি লিভার থেকেই এই পরিণতি?

Published by: ABP Ananda

সম্প্রতি 'পিঙ্কভিলা'কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংঘাতিক তথ্য দিলেন 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়' অভিনেতা।

Published by: ABP Ananda

নিজের স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাটি লিভার হয়ে গিয়েছিল, গত বছর ছোট হার্ট অ্যাটাক মতো হয় এবং সেটা আমি কাউকে বলিনি।'

Published by: ABP Ananda

'ধীরে ধীরে বাড়াবাড়ি হয়। কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসা হয় তারপর। ২-৩টে হাসপাতাল বদলাতে হয়।'

Published by: ABP Ananda

তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেন অভিনেতা। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'কিন্তু এখন সবটা নিয়ন্ত্রণে'।

Published by: ABP Ananda

কিন্তু অভিনেতারা তো সর্বদা নিয়ন্ত্রিত জীবনযাপন, স্বাস্থ্যের খেয়াল রাখেন। তাতেও ফ্যাটি লিভারের সমস্যা কী করে হল? তাও মাত্র ৩১ বছর বয়সে।

Published by: ABP Ananda

মহসিন বলছেন, 'জানি না, এটাকে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। মানে মদ্যপান না করেও ফ্যাটি লিভার হতে পারে।'

Published by: ABP Ananda

'সেটা হয়ে যায় কিছু করে, হয়তো ঘুমের অভ্যাস ঠিক ছিল না বলে। সেটা একটা সমস্যা ছিল বটে।'

Published by: ABP Ananda

মহসিনের এই অসুস্থতার খবরে হতচকিত তাঁর অনুরাগীরা। যদিও আগের বছরের ঘটনা তবে সকলেই হতবাক এত অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায়।

Published by: ABP Ananda

মহসিনকে শেষ দেখা গিয়েছিল জিও সিনেমার 'যব মিলা তু' সিরিজে, যেখানে অভিনয় করেছিলেন ইশা সিংহ, প্রতীক সহেজপাল ও আলিশা চোপড়াও।

Published by: ABP Ananda