আইপিএল-এর উদ্বোধনে নাচ করে তাক লাগিয়েছেন দিশা পাটানি। তবে দিশা পাটানি সম্পর্কে এই তথ্যগুলো আপনি জানেন কি?



দিশা পাটানি বি-টেক পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেন। তিনি অভিনেত্রী নন, একজন এয়ারফোর্স পাইলট হতে চেয়েছিলেন



দিশা এমনিতে খুব লাজুক স্বভাবের। অনেক লোকের সামনে এলে তিনি নাকি ঘাবড়ে যান।



দিশাকে যখন কোথাও ব়্যাম্পে হাঁটতে হয়, বা পারফর্ম করতে হয়, তখন অনেক দর্শক দেখে ভয় পেয়ে যান দিশা



তবে এই প্রবণতা কাটাতে দর্শকদের নিয়ে খুব বেশি ভাবেন না তিনি। কেবল নিজের কাজটুকু করেন।



এম এস ধোনি সিনেমার হাত ধরে প্রথমবার বড়পর্দায় পা রাখেন দিশা পাটানি।



ইনস্টাগ্রামে দিশার ৫০ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। অভিনয়ের পাশাপাশি ভাল নাচও করেন দিশা



শনিবার অনুরাগীরা অভিযোগ করেছেন ব্রডকাস্টের সময় দিশার পারফর্মমেন্স নাকি বাদ দেওয়া হয়েছে



দিশা যখন পারফর্ম করছিলেন তখন নাকি অন্য ছবি পর্দায় দেখানো হয়েছে বলে অভিযোগ।