একের পর এক কাজ তাঁর হাতে। আগামীতে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখা যাবে ইশা সাহাকে



এই ছবিতে দীর্ঘদিন পরে ইশা সাহার সঙ্গে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে।



একসময়ে ইশার সঙ্গে ইন্দ্রনীলের প্রেমের জল্পনা ছিল। দুজনে একসঙ্গে 'তরুলতার ভূত' ছবিতে অভিনয় করেছিলেন



শোনা যায়, সেই ছবির সেটে নাকি ইশার জন্মদিনে কেক নিয়ে এসেছিলেন ইন্দ্রনীল



সেই গুজব উড়িয়ে দিয়ে ইশা জানিয়েছেন, ইন্দ্রনীল মোটেই তাঁর জন্য কেক আনেননি। কেক এসেছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে



শ্যুটিংয়ের সময় কারও জন্মদিন পড়লে কেক আনাই নাকি দস্তুর। সেই মতোই কেক এসেছিল ইশার জন্মদিনে।



ইশার সঙ্গে ইন্দ্রনীলের প্রেমের জল্পনার পরেই বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছিলেন, এতেই আরও দৃঢ় হয় জল্পনা।



তবে ইশা সবসময়েই জানিয়েছেন তিনি কোনও প্রেমের সম্পর্কে নেই। তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন



অন্যদিকে ইন্দ্রনীল ও ইশার সঙ্গে সম্পর্কের কথা চিরকালই উড়িয়ে দিয়েছেন। বলেছেন এ কেবলই রটনা।



আপাতত পরমব্রতর সঙ্গে ছবির শ্যুটিং করছেন ইশা। এরপরে তিনি শ্যুটিং করবেন ইন্দ্রনীলের সঙ্গে।