শাহরুখ খানের সেরা ছবির তালিকায় অন্যতম ছিল 'চক দে ইন্ডিয়া'।
শাহরুখ খানকে এই ছবিতে একজন হকি কোচের ভূমিকায় দেখা গিয়েছিল।
ভারতীয় মহিলা হকি দলকে নিয়ে তৈরি করা এই সিনেমা দর্শকদের আবেগে ভাসিয়েছিল।
কিন্তু অনেকেই জানেন না, কোচের ভূমিকায় নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সলমন খান!
হকি কোচ, কবীর খানের চরিত্রে নির্মাতারা প্রথমে ভেবেছিলেন সলমন খানকে। প্রথম পছন্দ ছিলেন না শাহরুখ।
সম্প্রতি তাঁর নতুন ছবির প্রচারে এসে এই ঘটনা বলেছেন সলমন। তাঁকে 'চক দে ইন্ডিয়া'-র মতো ছবির অফার ছাড়তে হয়েছিল।
সলমন সেই সময়ে মনে করেছিলেন, তাঁর স্পোর্টস ফিল্ম কেউ দেখবে না। তাঁকে নায়ক হিসেবেই দেখতে চান মানুষ।
পাশাপাশি সেই সময়ে সলমন খানের অন্য ছবির কাজ চলছিল, সেখাতে তিনি নায়কের ভূমিকায় ছিলেন।
সেই সময়ে 'পার্টনার' ছবিতে অভিনয় করছিলেন সলমন। ফলেই করতে পারেননি 'চক দে ইন্ডিয়া'-র মতো ছবি।
এরপরে সেই চরিত্র আসে শাহরুখের কাছে। আর দর্শক মনে করেছিলেন, কবীর খানের চরিত্রে শাহরুখের থেকে ভাল অভিনয় আর কেউ পারতেন না।