শাহরুখ খানের সেরা ছবির তালিকায় অন্যতম ছিল 'চক দে ইন্ডিয়া'।

Published by: ABP Ananda
Image Source: IMDb

শাহরুখ খানকে এই ছবিতে একজন হকি কোচের ভূমিকায় দেখা গিয়েছিল।

Image Source: Instagram/lovewatchingcinema

ভারতীয় মহিলা হকি দলকে নিয়ে তৈরি করা এই সিনেমা দর্শকদের আবেগে ভাসিয়েছিল।

Image Source: IMDb

কিন্তু অনেকেই জানেন না, কোচের ভূমিকায় নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সলমন খান!

Image Source: IMDb

হকি কোচ, কবীর খানের চরিত্রে নির্মাতারা প্রথমে ভেবেছিলেন সলমন খানকে। প্রথম পছন্দ ছিলেন না শাহরুখ।

Image Source: IMDb

সম্প্রতি তাঁর নতুন ছবির প্রচারে এসে এই ঘটনা বলেছেন সলমন। তাঁকে 'চক দে ইন্ডিয়া'-র মতো ছবির অফার ছাড়তে হয়েছিল।

Image Source: IMDb

সলমন সেই সময়ে মনে করেছিলেন, তাঁর স্পোর্টস ফিল্ম কেউ দেখবে না। তাঁকে নায়ক হিসেবেই দেখতে চান মানুষ।

Image Source: IMDb

পাশাপাশি সেই সময়ে সলমন খানের অন্য ছবির কাজ চলছিল, সেখাতে তিনি নায়কের ভূমিকায় ছিলেন।

Image Source: IMDb

সেই সময়ে 'পার্টনার' ছবিতে অভিনয় করছিলেন সলমন। ফলেই করতে পারেননি 'চক দে ইন্ডিয়া'-র মতো ছবি।

Image Source: IMDb

এরপরে সেই চরিত্র আসে শাহরুখের কাছে। আর দর্শক মনে করেছিলেন, কবীর খানের চরিত্রে শাহরুখের থেকে ভাল অভিনয় আর কেউ পারতেন না।

Image Source: IMDb