হার্দিক পাণ্ড্যর সঙ্গে বিবাহের পর মডেলিং দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাতাশা স্ত্যাঙ্কোভিচ।



তবে হার্দিকের সঙ্গে বহু চর্চিত বিচ্ছেদের পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। ধীরে ধীরে নিজের পুরনো জীবনে ফিরছেন নাতাশা।



বিচ্ছেদের পর ছেলে অগ্য়স্তর সঙ্গে দেশ ছেড়েছিলেন নতাশা। ফিরে গিয়েছিলেন সার্বিয়ায়।



বর্তমানে নতাশার সঙ্গে তাঁদের ছেলে সিংহভাগ সময়ে থাকে।



তবে তিনি সার্বিয়া থেকে আবার ভারতে ফিরেছেন।



আর পুনরায় আবার মডেলিং করাও শুরু করে দিয়েছেন।



কাজও পাচ্ছেন। বিভিন্ন ফ্যাশন উইকে দেখা যাচ্ছে তাঁকে।



সদ্যই ৩৩ বছর বয়সি মডেলকে বম্বে টাইমস ফ্যাশান উইকে দেখা গিয়েছিল।



সেখানে তনি মুসকান সিংহের ইভেন্টে শো স্টপারের ভূমিকা পালন করেন।



নতাশাকে আগের থেকেও বর্তমানে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগছে বলেই অনেকে মনে করছেন।