সোশ্যাল মিডিয়ায় সদ্য এক গুচ্ছ ছবি আপলোড করেছেন করিনা কপূর খান। প্রত্যেকটা সেলফিই এক্কেবারে পারফেক্ট



করিনার মতো পারফেক্ট সেলফি চান আপনি ও? মাথায় রাখবেন কী কী বিষয়গুলি? দেখে নেওয়া যাক।



প্রথমেই খুঁজে বের করুন নিজের সঠিক অ্যাঙ্গেল। কোন দিক থেকে মুখের ছবি ভাল আসছে। ক্যামেরা থাক সেইদিকেই।



সেলফি তোলার অন্যতম শর্ত হল সবসময় ক্যামেরা থাকবে ওপরে ও চিবুক থাকবে নিচুর দিকে। চিবুক উঁচু করে ছবি তুলবেন না।



সেলফি তোলার সময় মাথায় রাখুন আপনার মুখে সঠিকভাবে আলো পড়ছে তো? খুব বেশি বা কম যেন না হয়ে যায়



ক্যামেরা পোট্রেট মোডে রাখুন আর নিজের শরীর থেকে যতটা সম্ভব দূরে হাত নিয়ে গিয়ে ছবি তুলুন।



সবসময় একঘেয়ে সেলফি না তুলে বিভিন্ন পোজ দিন, ব্যবহার করুন নিজের হাত ও চুলকে।



সেলফি তোলার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল টাইমার ব্যবহার করা। এতে হাত কাঁপে না।



সেলফি তোলার সময় কেবল নিজেকে নয়, খেয়াল রাখুন ছবিতে আপনার পিছনের যতটা অংশ দেখা যাচ্ছে সেটা যথাযথ কি না।



প্রত্যেকটা ছবিই অল্প হলেও এডিট করার প্রয়োজন। ছবি তুলেই আপলোড করে ফেলবেন না, অন্তত কনট্রাস্ট ম্যানেজ করুন।