সুজান খান ও হৃতিক রোশনের বিয়েটা ছিল স্বপ্নের মতোই। ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা।



নিজের দীর্ঘদিনের প্রেমিকার গলায় মালা দিয়েছিলেন হৃতিক। সেই সময়ে এই বিয়ে নিয়ে চর্চা কম হয়নি।



হৃতিক ও সুজানের দুই পুত্রসন্তান রয়েছে, সংসার ছিল ছবির মতো সুন্দর ও সাজানো।



তবে হৃতিক সুজানের বিয়ে টেঁকেনি। ২০১৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।



তারপর থেকে দুজনেই এগিয়ে গিয়েছেন নিজের নিজের পথে। দুজনের জীবনেই এসেছে নতুন সঙ্গী।



সুজানের প্রেমিক রয়েছে, অন্যদিকে হৃতিক ও প্রেম করেন সাবার সঙ্গে। তবে কেউই বিয়ে করেননি।



বিচ্ছেদের পরোও ঋত্বিক ও সুজানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই ছেলেকে নিয়ে ছুটি কাটাতে যান তাঁরা।



শুধু তাই নয়, হৃতিক ও সুজানকে একসঙ্গে পার্টিও করতে দেখা যায় হামেশাই।



তবে জানেন কি? এই হৃতিকের কাজ থেকেই সবচেয়ে বেশি খোরপোশ নিয়েছিলেন সুজান? বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি খোরপোশ?



শোনা যায়, হৃতিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার জন্য ৩৮০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান