একের পর এক শ্যুটিং, বিভিন্ন চরিত্র.. এর মধ্যেও কীভাবে চুলের যত্ন নেন আলিয়া ভট্ট?



অভিনয় মানেই তো বিভিন্ন লুক আর চুলের বিভিন্ন স্টাইলিং। সেই সব সামলেও কীভাবে ঝলমলে আলিয়ার চুল?



যখন কোনও শ্যুটিং বা ব়্যাম্পওয়াক থাকে না, আলিয়া তখন চুলে কোনওরকম স্টাইলিং করেন না। বেঁধে রাখেন নিজের চুল।



কাজ করলে প্রতি ২ দিন অন্তর আর শ্যুটিং না থাকলে ৩দিন অন্তর চুল ধুয়ে ফেলেন আলিয়া ভট্ট।



আলিয়া চুলের গ্রোথ বাড়াতে নিয়মিতভাবে স্কাল্পে তেল লাগান। এতে চুলের গোড়ায় রক্তসঞ্চালন ভাল হয়।



সাধারণ দিনে কোনওরকম হিট ট্রিটমেন্ট না করে চুল খোঁপা করে বেঁধে রাখেন আলিয়া ভট্ট।



মাথায় মূলত নারকেল তেল ব্যবহার করেন আলিয়া, তবে গরম ন., স্বাভাবিক তাপমাত্রার।



নিম, তুলসী আর লবঙ্গ দিয়ে তৈরি ডিটক্স মাস্ক মাথায় লাগান আলিয়া ভট্ট।



যদি আপনার চুল কেমিক্যালি ট্রিটেড হয়, তাহলে ট্রিটমেন্ট করার ১ সপ্তাহ তেল দেবেন না।



চুলে তেল দিয়ে সারা রাত রেখে দেবেন না, তেল দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই চুল ধুয়ে ফেলুন