পুজোর নাম যদিও
নর্থ বম্বে সর্বজনীন


তবে মুখুজ্জে বাড়ির পুজো
হিসেবেই বেশি পরিচিত


দুর্গাপুজোর চার দিন উপস্থিত থাকেন
রানি মুখোপাধ্যায়, কাজলরা


সেই সূত্রে বলিউডের তাবড়
তারকারাও ভিড় করেন


এবার সেই পুজোমণ্ডপে আড্ডা দিলেন
রানি, জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন


অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের
জেরে নাকি বোঝাপড়ায় চিড় ধরেছিল


কিন্তু পুজোমণ্ডপে রানির সঙ্গে
খোশগল্পে মজলেন জয়া-শ্বেতা


বরং ধারেকাছে কোথাও দেখা
গেল না ঐশ্বর্যা রাই বচ্চনকে


রানি এবং অভিষেকের মাঝে
ঐশ্বর্যা ঢুকে পড়েন বলে অভিযোগ ছিল


তাই একফ্রেমে রানি-জয়-শ্বেতাকে
দেখে অবাক সকলেই