পুজো মানেই বাইরে খাওয়া দাওয়া। তবে বাইরে খেলেও কোন ম্যাজিকে অটুট থাকবে লিপস্টিক? দেখে নিন



হঠাৎ করে লিপস্টিক না পরে নিয়ে নিজের ঠোঁটকে প্রস্তুত করুন লিপস্টিক পরার জন্য।



সারা সাত ঠোঁটে লিপবাম লাগিয়ে রাখুন, সকালে উঠে ঠোঁট ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন



ঠোঁট নরম থাকলে লিপস্টিক বেশিক্ষণ থাকবে অনায়াসেই। লিপস্টিক পরার আগে দেখুন ঠোঁটে মরা কোষ যেন না থাকে।



লিপস্টিক লাগানোর আগে মুখের মতো ঠোঁটেও বেস মেক আপ করুন। লাগিয়ে নিন কনসিলার।



সবচেয়ে ভাল হয় যদি ঠোঁটে কনসিলারের আগে লাগিয়ে নেন প্রাইমার। এতে লিপস্টিক থাকবে বেশিক্ষণ



লিপস্টিক লাগিয়ে তার ওপরে লাগিয়ে নিন পাউডার। একে ম্যাট লুক আসবে তবে বেশিক্ষণ থাকবে লিপস্টিক



ঠোঁটে লিপস্টিক লাগিয়ে টিস্যুপেপার দিয়ে ব্লটিং করে নিন, এতে লিপস্টিক থাকবে বেশিক্ষণ।



লিপস্টিকের ওপর কখনও লিপ বাম লাগাবেন না, এতে লিপস্টিক উঠে যায় সহজেই।



লিপস্টিক পরার সময় ব্যবহার করুন লিপ লাইনার। এসে লিপস্টিক থাকে বেশিক্ষণ