টলিউডের অন্যতম ফিট অভিনেতা তিনি। ৪৮ বছর বয়সেও তাঁর ফিটনেস নজরকাড়া। তবে বাঙালি এই অভিনেতার ফিটনেসের রহস্য কী? সোশ্যাল মিডিয়ায় সেটাই জানিয়েছেন টোটা। টোটা গুরুত্ব দেন নিয়মিত শরীরচর্চায়। জিমের থেকে বেশি তিনি ঘরেই শরীরচর্চা ও যোগাসন করেন। খাবারে বিশেষ না নেই টোটার। বাঙালি খাবারের প্রায় সবই খান তিনি। শুনলে অবাক হবেন, টোটার ডায়েটে থাকে ভাত, আলু, তেল ঘি, নুন, মশলা সবই! তবে টোটা সমস্ত খাবারই খান পরিমিত পরিমাণে, একেবারে বেশি খাবার খেয়ে ফেলেন না তিনি। শরীরচর্চার মধ্যে সাধারণত যোগাসন, road running আর calisthenics করে থাকেন টোটা। টোটা এখনও অনায়াসেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারেন। ক্যামেরার সামনে তিনি যথেষ্ট ফিট টলিউড ও বলিউড.. দুই জায়গাতেই কাজ করছেন টোটা। প্রত্যেকটা চরিত্রই অন্যরকম সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় টোটা, হামেশাই ছবি ও লেখা শেয়ার করে নেন তিনি।