অভিনয় পেশা মানেই তো চুলের হাজার রকম স্টাইলিং, কীভাবে সহজ পদ্ধতিতে নিজের চুলকে ঝলমলে রাখেন কিয়ারা আডবাণী? কিয়ারা সপ্তাহে একবার স্কাল্পে অয়েল ম্যাসাজ নেন, এতে চুলের বৃদ্ধি ভাল হয় ও চুল শুষ্ক হয়ে যায় না কোনোরকম কেমিক্যাল তেল নয়, বাড়িতে তৈরি নারকেল, আমন্ড বা অলিভ অয়েলই কিয়ারা নিজের চুলের জন্য ব্যবহার করেন। দই, লেবু আর মধু দিয়ে তৈরি মাস্ক কিয়ারা সাপ্তাহিকভাবে মাথায় লাগান। এতে খুশকির সমস্যা কমে। প্রত্যেক ৬ থেকে ৮ সপ্তাহ অন্তর কিয়ারা নিজের চুল ট্রিম করান। এতে চুলের ডগা ফাটে না। কিয়ারা খুব মাইল্ড শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করেন নিজের চুল ধুয়ে ফেলতে। কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করেন না। প্রত্যেক ২ থেকে ৩দিন অন্তর চুল ধুয়ে ফেলেন কিয়ারা, এতে ময়লা জমে না, চুলও ওঠে কম। দই ও ডিম দিতে তৈরি মাস্ক কিয়ারা চুলের গ্রোথ বাড়াতে ব্যবহার করেন নিয়মিতভাবে। কিয়ারা চুলের জন্য যা যা ব্য়বহার করেন তার বেশিরভাগটাই বাড়িতে তৈরি। বাজার চলতি কেমিক্যালে বিশ্বাস নেই কিয়ারার। শ্যুটিং না থাকলে চুলে কোনওরকম হিট স্টাইলিং ব্যবহার করেন না কিয়ারা।