সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। বাসন্তী পুজোর দিন একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন শ্রুতি দাস। শ্রুতি আর স্বর্ণেন্দু দুজনেই সেজেছিলেন হলুদ পোশাকে। ভালবাসার দিনে ডুবেছেন একে অপরের প্রেমে। আইনত বিবাহিত স্বর্ণেন্দু ও শ্রুতি। ২০২৫ সালে সামাজিকভাবে সাত পাক ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে সুগম ছিল না তাঁদের প্রেমের পথ। বারে বারে কটাক্ষের মুখে পড়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। শ্রুতি ও স্বর্ণেন্দুর বয়সের পার্থক্য অনেকটাই। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুনেছেন শ্রুতি গায়ের রঙের জন্যেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রুতিকে। সোশ্যাল মিডিয়ায় হয়েছে ট্রোলিং। তবে এই সবকিছুকে কখনোই তেমন পাত্তা দেননি শ্রুতি। তিনি জীবনকে বাঁচেন নিজের শর্তে। কার্যত সবার আড়ালেই আইনি বিবাহ সারেন শ্রুতি, তারপরে তা প্রকাশ্যে আনেন সমাজমাধ্যমে। কলকাতায় দুটি ফ্ল্যাট কিনেছেন শ্রুতি। একই অ্যাপার্টমেন্টের নীচে থাকেন তাঁর বাবা-মা ও ওপরে থাকেন স্বর্ণেন্দু। ভালবাসার মানুষের সঙ্গে এখন বেশ সুখেই রয়েছেন শ্রুতি।