মেঘের মতো ঘন কালো চুল তাঁর, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেন জাহ্নবী কপূর? জাহ্নবী ডিম, দই, মধু ও নারকেলের দুধ দিয়ে তৈরি বাড়িতে তৈরি মাস্ক মাথায় লাগান ডিম মাথার ত্বকের জন্য খুব ভাল। দই ও মধু চুল নরম ও ঝলমলে করে। জাহ্নবী চুলের যত্ন নিতে ব্যবহার করেন মেথি। এটি খুশকির সমস্যা থেকে মুক্তি দেয়। জাহ্নবী চুলে কাঁচা ডিম লাগান। এতে চুল পড়া কমে, চুলের গোড়া শক্ত হয়। শুকনো ফুল ও আমলকি দিয়ে একটি বিশেষ তেল বাড়িতেই তৈরি করে নেন জাহ্নবী। আমলকিকে বলা হয় চুলের জন্য সুপারফুড। অনেক রকমের সমস্যা সমাধান করতে পারে আমলকি। চুল সাদা হয়ে যাওয়া, চুল ঝরে পড়ার মতো একাধিক সমস্যার সমাধান করে আমলকি। জাহ্নবী আর তাঁর বোন খুশি প্রত্যেক ৩ দিন অন্তর একে অপরকে হেয়ার ম্যাসাজ করে দেন। হেয়ার ম্যাসাজের ফলে মাথায় রক্তসঞ্চালন ভাল হয়। এতে চুল স্বাস্থ্যজ্জ্বল থাকে। চুল ও ত্বক ভাল রাখার জন্য বাইরের খাবার খান না জাহ্নবী