অনেকটাই ওজন ঝরিয়েছেন তিনি। কোন ডায়েট মেনে চলেন স্বরা ভাস্কর? বাইরের খাবার খেতে হলে স্বরা সবসময় পছন্দ করেন তাজা সালার্ড খেতে। তাজা ফল বা সবজির সালার্ড কেবল ডায়েটের জন্য নয়, ত্বক ও চুলের জন্যও ভাল। সকালের জলখাবারে স্বরা খান ডিম, ইডলি অথবা বাড়িতে বানানো পোহা। স্ন্যাকস হিসেবে স্বরা খান সালার্ড, ফেটা চিজ, পি-নাট বাটার, পিনাট ও আমন্ড। কালো চাল, আমন্ডের দুধ ও খেজুরের পেস্ট দিয়ে তৈরি ক্ষীর খেতে খুব পছন্দ করেন স্বরা। মিষ্টি খেতে ইচ্ছে হলে এই ক্ষীর আদর্শ। মিষ্টির খিদে মিটবে আর ওজনও বাড়বে না। ভারতীয় সমস্ত রকমের খাবার খেতেই খুব ভালবাসেন স্বরা। মশলা চা হল স্বরার সবচেয়ে প্রিয় খাবার, খুব ভালবাসেন খেতে। আমিষ নয়, সারা নিরামিশাষী। তবে খেতে খুব ভালবাসেন ম্যাগি আর কফি।