‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট উঠল ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিগের মাথায় এই প্রতিযোগিতায় দ্বাদশ স্থান থেকে ছিটকে যান ভারতের প্রতিযোগী রিয়া সিংহ মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয় হন। তৃতীয় হন নাইজেরিয়ার প্রতিযোগী। সেরা ৫ প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছিলেন মেক্সিকো, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, এবং ডেনমার্কের প্রতিযোগীরা ভিক্টোরিয়া কেয়া থিলভিগের বাস ডেনমার্কে, বয়স ২১ বছর। ইতিহাস তৈরি করেছেন ভিক্টোরিয়া। প্রথম ডেনমার্কের অধিবাসী হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছেন তিনি। ১২০ জন প্রতিযোগীদের মধ্যে জয়ের খেতাব ছিনিয়ে নিয়েছেন ভিক্টোরিয়া। পাঁচ বছর বয়স থেকে বিশ্বসুন্দরী হওয়ার স্বপ্ন দেখতেন ভিক্টোরিয়া। ১৭ বছর বয়সে প্রথম প্রতিযোগীতায় যোগদান করেন ভিক্টোরিয়া। বিজনেসে ব্যাচেলর ডিগ্রি নিয়ে পাশ করেছেন ভিক্টোরিয়া।