যীশু সেনগুপ্ত যে পরিবারের সঙ্গে থাকছেন না, টলিউডে কান পাতলেই এখন এই কথা শোনা যাচ্ছে।



আর এবার, মেয়ে সারাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন যীশু সেনগুপ্ত।



ইনস্টাগ্রামে মেয়ে সারাকে আনফলো করে দিয়েছেন যীশু, তবে কিছুদিন আগে অবধিও মেয়েকে ফলো করতেন তিনি।



শোনা যাচ্ছে, যীশু ও নীলাঞ্জনা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন ও মায়ের পাশে রয়েছে দুই মেয়ে সারা ও জারা।



অনেকদিন আগেই স্ত্রী নীলাঞ্জনাকে হোয়াটসঅ্যাপে আনফলো করে দিয়েছিলেন যীশু।



সারা বাবাকে অনেকদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিলেও, যীশু ফলো করতেন মেয়েকে।



তবে এখন সোশ্যাল মিডিয়ায় আর যীশু ফলো করেন না সারাকে, মেয়েকে আনফলো করেছেন তিনি।



অন্যদিকে কেরিয়ারের দিক দিয়ে আপাতত মডেলিংকেই বেছে নিয়েছেন সারা।



যীশু সৌরভ দাসের সঙ্গে নতুন একটি প্রযোজনা সংস্থা শুরু করেছেন। পাশাপাশি অভিনয় তো রয়েছেই।



সারা মডেলিংয়ের পাশাপাশি তাঁর মা নীলাঞ্জনাকেও প্রযোজনার কাজে সাহায্য করেন।