দ্বিতীয় সন্তানের জন্মের পড়ে অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল কাজলের। কীভাবে কমালেন তিনি?



নিজেকে আর্দ্র রাখতে সারা দিনে ৮ থেকে ১০ গ্লাস পর্যন্ত জল খেতেন কাজল।



কাজল মিষ্টি ভালবাসেন না, চেষ্টা করেন বাইরের যে কোনও খাবার থেকে দূরেই থাকতে।



কাজলের ডায়েটে থাকে ডিমের সাদা অংশ ও পি নাট বাটার। এটা দিয়েই দিন শুরু করেন তিনি।



এছাড়াও কাজলের ডায়েটে থাকো কিনোয়া এবং আরও অন্যান্য জিনিসও।



নিয়মিতভাবে ২ ঘণ্টা শরীরচর্চা করেন কাজল। তবে তা নিয়ে কখনও প্রচার করতে ভালবাসেন না



কাজলের প্রিয় ওয়ার্কআউট ডেডলিফট। পাশাপাশি যোগাও করেন তিনি।



চিনি ও ফ্যাট জাতীয় সমস্ত খাবার নিজের রুটিন থেকে ছেঁটে ফেলেছেন কাজল।