অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি, শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নব্যা নভেলির স্বপ্নপূরণ।
abp live

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি, শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নব্যা নভেলির স্বপ্নপূরণ।

Published by: ABP Ananda
IIM আহমেদাবাদে সুযোগ পেলেন তারকা কন্যা।
abp live

IIM আহমেদাবাদে সুযোগ পেলেন তারকা কন্যা।

Published by: ABP Ananda
সম্প্রতি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ক্যাম্পাসের একগুচ্ছ ছবি পোস্ট করে নিজেই এই খবর দেন নব্যা।
abp live

সম্প্রতি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ক্যাম্পাসের একগুচ্ছ ছবি পোস্ট করে নিজেই এই খবর দেন নব্যা।

Published by: ABP Ananda
ক্যাপশনে লেখেন, 'স্বপ্ন আসলেই সত্যি হয়। আগামী ২ বছর... শ্রেষ্ঠ মানুষজন ও সেরা ফ্যাকাল্টির সঙ্গে।'
abp live

ক্যাপশনে লেখেন, 'স্বপ্ন আসলেই সত্যি হয়। আগামী ২ বছর... শ্রেষ্ঠ মানুষজন ও সেরা ফ্যাকাল্টির সঙ্গে।'

Published by: ABP Ananda
abp live

'২০২৬ সালের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম'-এ নাম নথিভুক্ত করালেন নব্যা।

Published by: ABP Ananda
abp live

ইনস্টাগ্রাম স্টোরিতে CAT/IAT প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান।

Published by: ABP Ananda
abp live

ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁকে কেক কাটতে দেখা গেল।

Published by: ABP Ananda
abp live

এই বছরের শুরুতেই IIM-এ এই হাইব্রিড কোর্সের সূচনা করা হয়।

Published by: ABP Ananda
abp live

এখানে অন-ক্যাম্পাস সেশনের সঙ্গে অনলাইন ক্লাসের মাধ্যমে লাইভ যোগাযোগ স্থাপনের সুযোগ থাকে।

Published by: ABP Ananda
abp live

নব্যার পোস্টে তাঁকে শুভেচ্ছা জানান বন্ধুবান্ধব থেকে পরিবারের লোকজন, ইন্ডাস্ট্রির অনেকেই।

Published by: ABP Ananda