বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। একদিকে যেমন তিনি ফিট ও আকর্ষণীয় অন্যদিকে অভিনয়েরও তুখোড়। পালন করে চলেছেন সাংসারিক দায়িত্বও।



তিনি করিনা কপূর খান। আপনি হয়তো তাঁর অনুরাগী, কিন্তু করিনা কপূর খান সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কী?



করিনা কপূর এখনও পর্যন্ত যা যা পোশাক পরেন তার সবটাই তাঁর দিদি করিশ্মা কপূরের কথামতো।



মিঠিবাই কলেজ থেকে পাশ করেন করিনা, এরপরে তিনি অভিনয় নয়, পড়তে চেয়েছিলেন আইন নিয়ে!



কেরিয়ারের একেবারে প্রথম ছবি 'কহো না পেয়্যার হ্যায়' ছবি থেকে শ্যুটিং শুরু হওয়ার পরেও বাদ পরেছিলেন করিনা কপূর।



এরপরে ২০০৩ সালে 'কল হো না হো' ছবিটির জন্য প্রথম পছন্দ ছিলেন করিনা। তবে তাঁর সেই ছবিটিও করা হয়নি।



এরপরে ২০১৪ সালে 'কুইন' ছবিটির জন্যও প্রথম পছন্দ ছিলেন করিনা। পরে এই ছবিটি করেন কঙ্গনা।



'দেব' ছবিটির জন্য প্রথমবার প্লেব্যাক করেছিলেন করিনা কপূর।



সইফের সঙ্গে করিনার প্রথম দেখা হয়েছিল দিদি করিশ্মার ছবির সেটে। করিনা তখন অনেক ছোট।



করিনা জিন্স পরতে ভালবাসেন। তাঁর জিন্সের কালেকসন নজরকাড়া