কলকাতা নয়, জলপাইগুড়িতে জন্ম হয়েছিল মিমি চক্রবর্তীর। ছোটবেলায় তিনি অরুনাচল প্রদেশ চলে যান।



পরবর্তীতে মিমি ফিরে আসেন সেই জলপাইগুড়িতেই, সেখানেই পরিবার নিয়ে থাকতে শুরু করেন।



জলপাইগুলির হোলি চাইল্ড স্কুল থেকে পড়াশোনা করেছেন মিমি চক্রবর্তী।



এরপরে তিনি জেমস স্কুল থেকে বাকি পড়াশোনা করেন।



এরপর মিমি পড়াশোনা করতে কলকাতায় চলে আসেন।



আশুতোষ কলেজ থেকে কলাবিভাগে স্নাতক হন মিমি চক্রবর্তী।



এরপরে মিমি মডেলিং দিয়ে প্রথম কেরিয়ার শুরু করেন।



ধারাবাহিক 'গানের ওপারে' দিয়েই তাঁর প্রথম ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি।



'গানের ওপারে'-র আগে 'চ্যাম্পিয়ান' ছবিতে কাজ করেছেন মিমি চক্রবর্তী।



২০১২ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'বাপি বাড়ি যা'