তাঁর তারুণ্যে আজও মুগ্ধ বলিউড, তবে করিনা কপূর খানকে নিয়ে অবাক করা এই তথ্যগুলো আপনি জানেন কী? করিনা কপূরের আসল নাম করিনাই নয়, ছোটবেলায় তাঁর নাম রাখা হয়েছিল সিদ্ধিমা। পরে ঠাকুমার দেওয়া সেই নাম বদলে দেন মা। সিদ্ধিমার বদলে নাম দেওয়া হয় করিনা। Leo Tolstoy-এর Anna Karenina থেকে অনুপ্রাণিত হয়েই করিনা নাম রেখেছিলেন তাঁর মা। অভিনয় নয়, করিনা কপূর হতে চেয়েছিলেন একজন আইনজীবী। সেই মতো পড়াশোনাও করেছিলেন তিনি। করিনা microcomputers নিয়ে পড়াশোনা করেছেন। তবে পরবর্তীতে তিনি পা রাখেন অভিনয়ে। করিনা শরীরচর্চা বলতে ভরসা করেন যোগায়। তিনি নিয়মিত যোগা করেন। বাড়ির তৈরি খাবার খেতে ভালবাসেন করিনা। এড়িয়ে চলেন বাইরের খাবার। করিনার একটি বদভ্যাস রয়েছে, তিনি নিজের নখ কামড়াতে ভালবাসেন। 'কহো না.. প্যেয়ার হ্যায়' ছবি থেকে বাদ পড়েছিলেন করিনা।