ABP Ananda


আপনি ক্যাটরিনা কইফের অনুরাগী? অভিনেত্রীকে নিয়ে অবার করা এই তথ্যগুলি জানেন কী?


ABP Ananda


ক্যাটরিনা জন্মেছিলেন হংকং-এ। তাঁরা সাত ভাই বোন।


ABP Ananda


ছোটবেলায় চাকরির সূত্রে ক্যাটরিনা মা বিভিন্ন জায়গায় ঘুরতেন, কাজেই বারে বারে স্কুল বদল হত ক্যাটরিনা।


ABP Ananda


বার বার বাড়ি বদলানোর সময় হামেশাই বাড়িতেই স্কুলের পড়াশোনা চালাতেন ক্যাটরিনা।


ABP Ananda


ইংল্যান্ডের খাবার-দাবারই ক্যাটরিনার সবচেয়ে পছন্দ। তিনি তাই খেয়েই বড় হয়েছেন।


ABP Ananda


মাত্র ১৪ বছর বয়সে একটি গয়না বিপণী সংস্থার হয়ে বিজ্ঞাপনীতে কাজ করেন ক্যাটরিনা


ABP Ananda


অভিনয়ের পাশাপাশি, গান খুব ভালবাসেন ক্যাটরিনা। একাধিক ব্যান্ড তার ভীষণ প্রিয়


ABP Ananda


তাঁকে 'ক্যাট' বলে ডাকা একেবারেই পছন্দ নয় ক্যাটরিনার। কী করে এই নাম এসেছিল জানেন না তিনি নিজেও।


ABP Ananda


ক্যাটরিনার আসল পদবি কইফ নয়, ভারতীয়দের সঙ্গে মিলিয়ে তিনি পদবি বদলেছিলেন।