বেশ কিছু দিন ধরেই গা ঢাকা, ঢিলেঢালা পোশাক পরছেন বেছে বেছে কালো, গাঢ় রংয়ের পোশাক পরছেন তাই ক্যাটরিনা কাইফ মা হচ্ছেন বলে জল্পনা তুঙ্গে লন্ডনেও সন্তর্পণে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে ক্যামেরা দেখে লুকোতেও দেখা গিয়েছে ক্যাটরিনাকে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা বলে কানাঘুষো বলিউডেও ক্যাটরিনাকে ঘিরে ফের সেই জল্পনা জোর পেল এয়ারপোর্টে কালো পোশাকের উপর পেল্লাই জ্যাকেটে দেখা গেল ক্যামেরা দেখে উদর ঢাকতেও দেখা গেল নায়িকাকে আম্বানিদের অনুষ্ঠানেও এর আগে ওড়না গায়ে জড়িয়েছিলেন তিনি