শ্যুটিং, বিজ্ঞাপনী.. নানা কাজে কেটে যায় সারাদিন। তবুও কোন ম্যাজিকে নিজের ত্বকের যত্ন নেন সারা আলি খান? সারাদিন প্রচুর কাজ থাকলেও, বাড়িতে এসে প্রথমেই গরম জলে স্নান করে নেন সারা আলি খান। স্নান করার সময় হালকা গরম জলে পছন্দের শাওয়ার জেল দিয়ে নেন সারা। এতে মুছে যায় সারাদিনের ক্লান্তি। শুধু পরিষ্কার নয়, সারা সবসময় খেয়াল রাখেন তাঁর ত্বক যেন নরম, ময়শ্চরাইজ়ড থাকে। সারা খুবই গুরুত্ব দেন স্নানের ওপর। এতে শরীর ও মন শান্ত হয়, আরামও পান সারা। সারা নিয়মিতভাবে মুখের ত্বকে ম্যাসাজ করেন। এতে ভাল হয় রক্ত সঞ্চালন। সারা নিয়মিতভাবে যোগভ্যাস করেন, এতে টানটান থাকে ত্বক, ঔজ্জ্বল্যও বাড়ে। শুধু ত্বকের পরিচর্যা নয়, খাওয়াদাওয়ার দিকেও মন দেন সারা আলি খান। খাবার তালিকা থেকে সারা একেবারে বাদ দিয়েছেন মিষ্টি ও তৈলাক্ত খাবার। প্রয়োজন না হলে, মেক আপ করতে পছন্দ করেন না সারা আলি খান।