বিনোদিনী থেকে শুরু করে 'টেক্কা', 'বুমেরাং', টলিউডে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রের কারণে চর্চায় রুক্মিণী মৈত্র। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে মন্তব্য, তিনি নাকি দেবের জন্যই কাজ পাচ্ছেন! কী বলছেন রুক্মিণী? রুক্মিণী বিশেষ ভাবিত নন এই সমস্ত মন্তব্য নিয়ে। তাঁর কাছে কাজটাই আসল। রুক্মিণী বলছেন, 'দেবের জন্য কাজ পেলে আমি কীভাবে জিৎ স্যারের সঙ্গে বা বলিউডে কাজ করছি?' রুক্মিণী বলছেন, 'আমি এইসব ভাবনাকে আমল দিই না। এইসব ভাবনার জন্য নিজেকে দোষীও মনে করি না' রুক্মিণীর মতে, এই ভাবনার মূলে দাঁড়িয়ে রয়েছে সমাজের পিতৃতান্ত্রিক ভাবনা। রুক্মিণীর মতে, তাঁকে একসময়ে পরিচিত হতে হয়েছে দাদু, বাবা বা দাদার নামে। তবে এখন পরিস্থিতি আলাদা। দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই খোলামেলা রুক্মিণী। স্বীকারও করেছেন সম্পর্কের কথা। রুক্মিণী বিয়েতেই বিশ্বাসী। এমনকি বিয়ে নিয়ে স্বপ্নও দেখেন 'রোম্যান্টিক' রুক্মিণী সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণী ও জিৎ অভিনীত নতুন ছবি বুমেরাং।