শিল্পা শেট্টির অনুরাগী, কিন্তু অভিনেত্রী সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কী?



শিল্পা শেট্টির মা শিল্পা শেট্টিকে তাঁর ডাক নাম 'বাবুচা' বা 'হানিবুচ' বলে ডাকেন।



অনেকেই জানেন না, শিল্পা শেট্টির মা নিজের কেরিয়ারে সফল ছিলেন। তিনি ছিলেন একজন প্রযোজক।



শিল্পা শেট্টিকে প্রত্যেকেই অভিনেত্রী হিসেবে চেনেন। তবে অনেকেই জানেন না তিনি একজন ভরত নাট্যম নৃত্যশিল্পীও।



ছোটবেলায় স্কুলে ভলিবল খেলতেন শিল্পা। ছোট থেকেই তিনি ফিটনেস ফ্রিক।



অনেক জানেন না, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন শিল্পা শেট্টি।



প্রথমে শিল্পা শেট্টি একাধিক বিজ্ঞাপনে কাজ করার পরে সিনেমায় পা রাখেন শিল্পা শেট্টি।



শিল্পা শেট্টির বয়স যখন মাত্র ১৮ বছর, তখন তিনি 'বাজিগর' ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখেন।



২০০৪-এর হিট ফিল্মের সমস্ত অর্থ তিনি HIV পজিটিভদের চিকিৎসায় দান করে দেন



শিল্পা শেট্টি পশুদের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন।