উরফি এখন বলিউডে যথেষ্ট পরিচিত একটা নাম। তিনি ডাক পান বিভিন্ন বলিউড পার্টিতেই।



তবে আজ তাঁর এমন একটা অভিজ্ঞতা হল, যা তিনি কল্পনা করেননি কখনোই। কী ঘটেছে?



সদ্য যথারীতি তাঁর বিচিত্র বেশেই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন উরফি।



উরফি জানতেন না, সেই অনুষ্ঠানে আসার কথা ছিল করিনা কপূরেরও। উরফি করিনার বড় ভক্ত।



কিন্তু করিনা নিজেই এগিয়ে এসে কথা বলেন উরফির সঙ্গে, তোলেন ছবিও।



উরফি বিশ্বাসই করতে পারছিলেন না করিনা নিজে এসে কথা বলেছেন তাঁর সঙ্গে।



করিনার প্রশংসায় পঞ্চমুখ উরফি বলেন, করিনা খুব মাটির কাছাকাছি থাকা মানুষ।



এর আগে একাধিক তারকার সঙ্গেই দেখা করেছেন, কথা বলেছেন উরফি।



তবে করিনা কপূরের সঙ্গে এই তাঁর প্রথম দেখা। আর তাতেই বিগলিত হয়ে যান উরফি।



সোশ্যাল মিডিয়ায় করিনার সঙ্গে ছবিও শেয়ার করে নিয়েছেন উরফি।