জল্পনা রটেছিল, তাঁদের নাকি সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। বিচ্ছেদ হতে চলেছে তাঁদের।



তবে সদ্যই স্পষ্ট হয়ে গেল সবটা। মোটেই বিচ্ছেদ হচ্ছে না নীল-তৃণার?



আজ একটি জার্সি লঞ্চের অনুষ্ঠানে একসঙ্গে হাজির ছিলেন নীল ও তৃণা।



একে অপরের পাশাপাশি রইলেন, ক্যামেরার সামনে জড়িয়েও ধরলেন একে অপরকে।



তাঁদের মধ্যে নাকি সমস্ত সম্পর্ক ঠিক ঠাক রয়েছে। একেবারে আগের মতোই।



একসঙ্গে শ্যুটিং ও সেরেছেন তাঁরা। তবে সদ্য আলাদা আলাদা ধারাবাহিকে কাজ করছেন তাঁরা।



ধারাবাহিকে ফিরতে চলেছেন তৃণা। আসছে তাঁর নতুন ধারাবাহিক 'পরশুরাম'



অন্যদিকে নীল ও ব্যস্ত তাঁর অমরসঙ্গী ধারাবাহিকের কাজে।



শ্যুটিংয়ের ব্যস্ততার কারণেই একসঙ্গে তাঁদের দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।



তাঁদের সম্পর্কের মধ্যে কিন্তু কোনও সমস্যা নেই।