পুরনো ছবির সঙ্গে কোনও মিল নেই। নিজেকে আমূল বদলে ফেলেছেন খুশি কপূর! শোনা যাচ্ছে, তিনি নাকি সিনেমায় আসার আগে তিনি নাকি ঠোঁট আর নাকের সার্জারি করিয়েছেন সদ্য এই বিষয়ে মুখ খুলেছেন শ্রীদেবী কন্যা খুশি কপূর। সার্জারির কথা স্বীকার করে নিয়েছেন খুশি কপূর, বলেছেন তিনি নাকি সত্যিই ঠোঁট আর নাকের সার্জারি করেছেন। কেবল খুশি নয়, মা শ্রীদেবীও একাধিক সার্জারি করিয়েছিলেন নিজের যৌবন ধরে রাখার জন্য় তবে সার্জারির কথা শেয়ার করতেই মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন খুশি কপূর অনেকে বলেছেন, প্রয়োজন পড়েছিল আর যথেষ্ট অর্থ রয়েছেন বলেই মুখে সার্জারি করিয়েছেন খুশি অনেকে আবার বলেছেন, সিনেমায় অভিনয় করা মানেই মুখের পরিবর্তন করানোটা অনর্থক। উল্লেখ্য, ‘আর্চিজ়’ ছবিতে অভিনয়ের জন্য ট্রোলড হয়েছিলেন খুশি আগামীতে ‘লভ টুডে’ ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে খুশি কপূরকে