অনুষ্ঠানে শাড়ি পরবেন কিন্তু মোটা দেখালে চলবে না মোটেই? শাড়ি পরার সময় মাথায় রাখুন এই টিপসগুলি।
চেহারার ধাঁচ মোটার দিকে হলে বেছে নিন গাঢ় রঙের শাড়ির। পছন্দের তালিকায় থাকুক কালো বা গাঢ় নীল শাড়ি। এতে রোগা দেখাবে
রোগা আর লম্বা দেখাতে বেছে নিতে পারেন লম্বালম্বি কাজ করা শাড়ি। একেবারেই চলবে না আড়াআড়ি কাজের শাড়ি।
তাঁত বা ঢাকাই নয়, বেছে নিন জর্জেট বা শিফন মেটেরিয়ালের একেবারে গায়ে লাগা শাড়ি। এতে সুন্দর দেখাবে আপনার ফিগার।
শাড়ির সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা সঠিক ফিটিংস ব্লাউজ। খুব একটা ঢিলে ব্লাউজ না পরাই ভাল।
কাঁধের ওপর শাড়ি প্লিট না করে চেষ্টা করুন খুলে হাতের ওপর ঝুলিয়ে রাখতে, এতে রোগা দেখাবে।
চিরাচরিত পেটিকোট ছেড়ে বেছে নিন বডি শ্লিমিং পেডিটোড, এতে গায়ে লেগে থাকবে শাড়ি।
এড়িয়ে চলুন ভারি গয়না, হালকা গয়না আর লম্বা ঝোলা দুলেই সাজ সম্পূর্ণ করুন
কেবল সঠিকভাবে শাড়ি পরা নয়, দাঁড়ানোর ভুলের জন্যও অনেক সময় আপনাকে মোটা দেখাতে পারে। কাজেই একেবারে সোজাভাবে দাঁড়ানো অভ্যাস করুন।
'মোটা লাগছে' এটা ভেবে ভয় পাবেন না। সব রূপেই আপনি সুন্দর.. এটুকু মনে রাখলেই আপনিই অপরূপা