জীবনে অনেক ঝড় গিয়েছে তাঁর। কিন্তু তারপরেও তিনি ধরে রেখেছেন নিজের তন্বী চেহারা।



তিনি রিয়া চক্রবর্তী। সারাদিনে কী কী খান রিয়া?



রিয়া ডাবের জল খেয়ে সকাল শুরু করেন প্রতিদিন।



এরপরে তিনি খান, পোহা, উপমা বা বাড়িতে তৈরি ধোসা।



দুপুরে এক বাটি ভাত খান রিয়া, সঙ্গে থাকে ডাল আর তরকারি।



বিকেলের দিকে এক গ্লাস স্মুদি খান রিয়া। সেটাই বিকেলের খাবার।



রাতে রুটি আর সবজি খান রিয়া। সবই বাড়িতে তৈরি।



সারাদিনে বারে বারে প্রচুর ফল খান রিয়া। খিদে পেলে সেটাই তার প্রিয় খাবার।



খাদ্যতালিকা থেকে কার্বকে অনেকটাই ছেঁটে ফেলেছেন রিয়া।



সারাদিনে মিষ্টি বা চা কফির মতো কোনও জিনিস খান না রিয়া।