সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে, মাদক মামলায় জেলে যেতে হয়েছিল রিয়া চক্রবর্তীকে।



সেই সময়ের কথা সদ্যই একটি সাক্ষাৎকারে তুলে ধরেছেন রিয়া চক্রবর্তী।



সেই সময়ে রিয়া গভীর অবসাদে চলে গিয়েছিলেন। তাঁর মনে হত, সবকিছুই অন্ধকার।



রিয়ার মনে হত, একজন মানুষ নয়, একটা নম্বর হিসেবে দেখা হত তাঁকে।



জেলে প্রথম দুটো সপ্তাহ মানিয়ে নেওয়া সবচেয়ে কঠিন ছিল রিয়ার জন্য



রিয়া বলেছেন, জেলে থাকার সময়ে তিনি জীবনকে কীভাবে লড়াই করে বাঁচতে হয় তা শিখে নিয়েছেন



তবে রিয়া বারে বারেই বলেছেন, সেই সময়ে তাঁর পরিবার ও বন্ধুরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।



রিয়ার বাবা-মা যাতে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে না যায়, তাই বন্ধুরা তাঁদের টাকা পাঠিয়ে দিতেন।



রিয়া কখনও ভাবেননি এই সমস্ত কিছু ভুলে তিনি আবার নতুন করে জীবন শুরু করতে পারবেন।



রিয়া আরও জানিয়েছিলেন, জেল থেকে বেরিয়ে তিনি কোনও কাজ পাচ্ছিলেন না



তবে সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন রিয়া।