স্বপ্নের মতো ছিল তাঁদের বিয়ের মন্ডপ। আর সেখানে বিয়ে যেন ছিল স্বপ্নপূরণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কিয়ারা বিয়ের মণ্ডপে যেভাবে নাচতে নাচতে হেঁটে গিয়েছিলেন সিদ্ধার্থের দিকে। কিন্তু কিয়ারার এই হাঁটার স্টাইলের পিছনে ছিল একটি বিশেষ গল্প! সিদ্ধার্থের সঙ্গে প্রেম করেই বিয়ে কিয়ারার। বিয়ের দিন খুবই আবেগপ্রবণ ছিলেন অভিনেত্রী। কিন্তু যখন দরজা খুলল আর সিদ্ধার্থকে দেখলেন কিয়ারা, তখন তাঁর মনে হল, সত্যিই বিয়ে হচ্ছে প্রিয় মানুষের সঙ্গে। এই অনুভূতিতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন কিয়ারা। বিয়েটা যে সত্যি যেন বিশ্বাসই হচ্ছিল না। সেই সময়ে কিয়ারার যা মাথায় এসেছে, তিনি তাই করেছিলেন। ভেবে রাখেননি আগে থেকে। কিয়ারার সেই হাঁটার স্টাইল তাঁর বিয়ের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। অন্যদিকে সিদ্ধার্থও দাঁড়িয়েছিলেন লাজুক মুখে, অপেক্ষা করছিলেন কিয়ারার গলায় মালা দেওয়ার কিয়ারার কথায়, এখনও বিয়ের কথা বললে নাকি লজ্জা পান সিদ্ধার্থ।